31.1 C
Gopālganj
শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫

গ্যারান্টি দিচ্ছি সবার অংশগ্রহণে সঠিক সময়ে নির্বাচন: শামীম ওসমান

Guaranteeing timely elections with everyone's participation: Shamim Osman

নির্বাচিত সংবাদ

মোহনা রিপোর্ট :
মোহনা রিপোর্ট :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted News.
- Advertisement -

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, কে কি করতেছে তা জানার দরকার নেই। দেশে নির্বাচন হবে। আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি সঠিক সময়েই নির্বাচন হবে। এক সেকেন্ড এদিকে-সেদিক হবে না। আল্টিমেটলি সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে। এছাড়া কোনো গতি নেই বলে মন্তব্য করে তিনি।

শুক্রবার নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর তার নিজ সংসদীয় এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহানিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়ার সাজনু ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপুসহ স্থানীয়রা।

শামীম ওসমান বলেন, খুব শিগগিরই বাবা-মার কবর জিয়ারত করে নির্বাচনের প্রচারণা শুরু করবেন। ভবিষ্যতে শেখ হাসিনাকে যদি প্রধানমন্ত্রী করেন আর আমি যদি নির্বাচনে দাঁড়াই এবং যদি বেঁচে থাকি তাহলেই ছোটখাটো কাজ নিয়ে আমি চিন্তা করি না।

তিনি বলেন, আমরা নারায়ণগঞ্জকে যে রূপে সাজানো চেষ্টা করছি, আমার সব কাজ হয়ে গেছে। আমি যদি কয়েক বছর বেঁচে থাকতে পারি তাহলে হসপিটাল, মেডিকেল কলেজসহ বিভিন্ন উন্নয়ন করা হবে সেই সময় নারায়ণগঞ্জের মানুষকে ঢাকা আর যেতে হবে না বলে জানান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »