25.3 C
Gopālganj
শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫

মার্কিন চিঠি নিয়ে ‘মাথাব্যথা’ নেই ইসির

EC has no 'headache' about the US letter

নির্বাচিত সংবাদ

মোহনা রিপোর্ট :
মোহনা রিপোর্ট :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted News.
- Advertisement -

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের দূতিয়ালির বিষয়ে কোনও ‘মাথা ব্যথা’ নেই নির্বাচন কমিশনের। এ ধরনের কোনও চিঠির বিষয়ে কমিশন অবহিত নয় বলেও জানিয়েছে নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক এই সংস্থাটি।

সংলাপের বিষয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ট লু’র লেখা চিঠির বিষয়ে অবগত কিনা, তফসিলের ওপরে এর প্রভাব পড়বে কিনা জানতে চাইলে মঙ্গলবার (১৪ নভেম্বর) ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘অবশ্যই না। কোনও প্রভাব পড়বে না।’

নির্বাচন কমিশন সচিব বলেন, ‘প্রথমে কথা হচ্ছে—সংলাপের চিঠি কিনা এ বিষয়ে কমিশন অবহিত নয়। কমিশনের কাছে কিছুই আসেনি। কমিশন তার নিজস্ব গতিতে সাংবিধানিক দায়বদ্ধতার আলোকে যেভাবে রোডম্যাপ হয়েছিল, সেভাবে অগ্রসর হচ্ছে।’

জানা গেছে, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে বিনা শর্তে সংলাপ চাইছে যুক্তরাষ্ট্র। আর সে লক্ষ্য পূরণে দেশের বড় তিনটি রাজনৈতিক দলকে চিঠি লিখেছেন ডোনাল্ড লু।

সূত্র জানায়, দুই রাজনৈতিক শক্তির মধ্যে বিরোধ মীমাংসার চেষ্টায় এবার দূতিয়ালির দায়িত্বে রয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

সোমবার (১৩ নভেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের দফতরে গিয়ে তার সঙ্গে কথা বলে সংলাপের চিঠি হস্তান্তর করেছেন পিটার ডি হাস।

রাজনৈতিক দলের বিরোধিতার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি কোনও তৎপরতার বিষয়ে ইসি সচিব বলেন, ‘এ জাতীয় কোনও কিছু, এ ধরনের কোনও হুমকি নেই। যার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যে সভা করা হয়েছে, তাতে প্রয়োজনীয় নির্দেশনা রয়েছে। তারা সব কিছু দেখবে।’

তফসিল ঘোষণাকে কেন্দ্র বিশেষ কোনও নিরাপত্তা জোরদারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সচিব জানান, আইনশৃঙ্খলা রক্ষা করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। তারাই দেখবে। কমিশন থেকে ইতোমধ্যে সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »