29.6 C
Gopālganj
শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫

গোপালগঞ্জ দেড় হাজার টমেটো গাছ কেটে প্রতিশোধ নিল প্রতিপক্ষ

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে এক কৃষকের দেড় হাজার টমেটো গাছের গোড়া কেটে দিয়ে প্রতিশোধ নিলো প্রতিপক্ষ। মঙ্গলবার(১৪ নভেম্বর)রাতে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক অপুর্ব বিশ্বাস ৪বিঘা জমির সাছের ঘের পাড়ে টমেটো চাষাবাদ করেন। প্রতিটি গাছে এখন থোকায় থোকায় টমেটো ঝুলছে। বিক্রিও শুরু হয়েছে। ফলধরা অবস্থায় গাছগুলো কেটে ফেলায় তার বিশাল ক্ষতি হয়েছে।দিশেহারা কৃষক ও তার পরিবারের সদস্যরা ক্ষেতে বসে বিলাপ বকছেন আর কাঁদছেন।এই ঘটনার জন্য তিনি প্রতিবেশী সুখচানকে দায়ী করছেন।   

ক্ষেত মালিক অপূর্ব বিশ্বাস জানিয়েছেন, প্রতিদিনের ন্যায় আজ বুধবার(১৫ নভেম্বর) সকালে স্ত্রীকে সাথে করে ঘেরপাড়ের টমেটো গাছে পানি দিতে যান। সেখানে গিয়ে দেখেন টমেটো গাছের গোড়া কাটা।  লক্ষাধিক টাকা ব্যয় করে তিনি এই বাগান তৈরী করছিলেন।এ ঘটনায় তার ৪/৫ লাখ টাকা ক্ষতি হয়েছে।

immage 1000 02 12

ক্ষতিগ্রস্থ কৃষক অপূর্ব বিশ্বাস ও তার স্ত্রী লিপিকা বিশ্বাস জানান, প্রতিবেশী সুখচানের সাথে ঘেরপাড়ের সীমানা নিয়ে ২০২১ সাল থেকে বিরোধ চলে আসছিল।এই টমেটো চাষের আয় দিয়ে আমাদের জীবন-জিবীকা। খাওয়া দাওয়া ছেলে মেয়ের লেখাপড়া সবই এই টমেটো চাষের উপর। এখন আমরা কি ভাবে বাঁচবো । কিভাবে বা ছেলে মেয়ের লেখাপড়া চালাবো।

প্রতিবেশী মোহন লাল বিশ্বাস, শিমুল বিশ্বাস জানান, কৃষক অপূর্ব ঘেরে মাছ আর পাড়ে সবজি চাষ করে বাঁচে। কিন্তু রাতের আধারে কে বা কারা তার টমেটো গাছ কেটে ফেলেছে। এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। যে কাজটা করা হয়েছে, সেটা মানুষ খুন করার থেকেও বেশী। আমরা চাই একে খুঁজে বের করে সাজা দেয়া হোক।

immage 1000 03 10

গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষক মাফরুজা আক্তার জানান, অপূর্বের দেড় গাজার গাছ কেটে ফেলেছে দূর্বিত্তরা।এতে ওনার খুব ক্ষতি হয়েছে। আমরা ইতো মধ্যে প্রনোদনা হিসেবে পরবর্তি চাষাবাদের জন্য বীজ সার সরবরাহের ব্যবস্থা গ্রহণ করবো।এই ঘটনায় কৃষক আইনের আশ্রয় নিতে পারেন। তবে এটা আমাদের দায়িত্ব নয়।

প্রতিহিংসা বসতঃ আর কোন কৃষক যেন ক্ষতির সম্মুখীন না হয় এমন প্রত্যাশা এলাকাবাসীর।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »