42.2 C
Gopālganj
সোমবার, মে ২০, ২০২৪
Bookmark
0
মূলপাতানির্বাচন-২০২৪শরিকদের চাপে অস্থির আওয়ামী লীগ: আজ রাতে জাপার সাথে বৈঠক

শরিকদের চাপে অস্থির আওয়ামী লীগ: আজ রাতে জাপার সাথে বৈঠক

জাতীয় পার্টি আওয়ামী লীগের কাছে ৪০টি আসনে সমঝোতা চেয়েছে। সমঝোতার দুটি শর্ত দিয়েছে জাতীয় পার্টি।

জাতীয় পার্টি আওয়ামী লীগের কাছে ৪০টি আসনে সমঝোতা চেয়েছে। সমঝোতার দুটি শর্ত দিয়েছে জাতীয় পার্টি। প্রথম শর্ত, যে আসনগুলোতে সমঝোতা হবে সেই আসনে শুধুমাত্র লাঙ্গল প্রতীকের প্রার্থী থাকবে কোন নৌকা প্রতীকের প্রার্থী থাকবে না। ওই আসনে যদি আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী থাকে তাদেরকেও বসিয়ে দিতে হবে অথবা নিস্ক্রিয় করতে হবে। আর এটি চূড়ান্ত করার লক্ষ্যে আজ গুলশানে একটি বাসায় আবার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির শীর্ষ নেতাদের।

এই বৈঠকে জাতীয় পার্টি কতটি আসন পাবে এবং কতগুলো আসনে তাঁদের সমঝোতা হবে তা চূড়ান্ত হবে। শুধু জাতীয় পার্টি না ১৪ দলের শরিকদেরকে নিয়েও চাপে আছে আওয়ামী লীগ। বিশেষ করে জাসদ ইনু এবং ওয়ার্কার্স পার্টি দুটি দলই তিনটি তিনটি করে আসন চেয়েছে।

এর মধ্যে একটি ময়মনসিংহের ফুলবাড়িয়ার আসনটি চেয়েছে শরিকদলগুলো। যে আসনটিতে আওয়ামী লীগের একজন প্রবীণ নেতা অংশগ্রহণ করছে। এছাড়াও বগুড়ায় তানসেনের একটি আসন চেয়েছেন। হিরো আলমের সাথে নূন্যতম ভোটের ব্যবধানে বিজয়ী তানসেন। আর এই আসনগুলো না দেওয়া হলে শেষ পর্যন্ত শরিকরা নির্বাচনে থাকবে না বলেও হুমকি দিচ্ছে।

বিভিন্ন সূত্রগুলো বলছে যে, জাতীয় পার্টি এবং শরিকদের চাপে এখন আওয়ামী লীগ ভালই উদ্বিগ্ন হয়ে গেছে। কারণ তারা এখন যুক্তির চেয়ে নির্বাচনে সরে যাওয়ার হুমকি বেশি করে দিচ্ছে। বিশেষ করে জাতীয় পার্টি এবং জাসদের পক্ষ থেকে এই হুমকি এখন অনেক বেশি বেড়ে গেছে।

আওয়ামী লীগের বিভিন্ন সূত্রগুলো বলছে যে, জাতীয় পার্টি যদি শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে আসে তাহলে এই নির্বাচন গ্রহণযোগ্যতা সঙ্কটে পড়বে। এইজন্য আওয়ামী লীগ যেকোন মূল্যেই জাতীয় পার্টিকে রাখতে চায়, এমনকি ছাড় দিয়ে হলেও রাখতে চায়। তবে ৪০টি আসন চাওয়াটা বাড়াবাড়ি পর্যায়ে বলে মনে করছে আওয়ামী লীগের নেতারা। আওয়ামী লীগের বিভিন্ন সূত্রগুলো বলছে, আওয়ামী লীগ সর্বোচ্চ ২৫টি আসন জাতীয় পার্টিকে ছেড়ে দিতে পারে।

তবে স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপারে জাতীয় পার্টির অবস্থানের সঙ্গে একমত নন আওয়ামী লীগের নেতারা। তারা বলছেন যে, দুটি কারণে এটা সম্ভব নয়। প্রথমত, যারা ‘স্বতন্ত্র’ তারা ‘স্বতন্ত্র’ই। আওয়ামী লীগ তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না।

দ্বিতীয়ত, স্বতন্ত্র প্রার্থীরা যদি না থাকে তাহলে নির্বাচনের যে ভোটার উপস্থিতি তা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। ফলে স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে রাখাটা জরুরি। তবে জাতীয় পার্টির যারা শেষ পর্যন্ত সমঝোতার আওতায় আসবেন তারা নিশ্চিত জয় চায়। আওয়ামী লীগ জাতীয় পার্টিকে সর্বোচ্চ ২৫টি আসন দেবে বলে ধারণা করা হচ্ছে।

আজ গুলশানে এই বৈঠকে এই বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা। তবে আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা বলেছেন যে, আজকের বৈঠকে হয়তো এটি চূড়ান্ত হবে না। তবে ১৭ ডিসেম্বরের আগে এটা চূড়ান্ত হবে এটা মোটামুটি নিশ্চিত। জাতীয় পার্টির মতোই বায়না ধরেছে জাসদ ইনু। জাসদ ইনু সবচেয়ে বড় দাবি হল তাঁদের নেতা শিরিন আক্তারের মনোনয়ন দেওয়া।

ফেনী এক আসনে তিনি মনোনয়ন পেতে চান। আওয়ামী লীগ থেকে অবশ্য তাকে আশ্বস্ত করা হয়েছে যে, শেষ পর্যন্ত যদি আওয়ামী লীগ এবং ১৪ দল বিজয়ী হয় তাহলে শিরীন আক্তারকে নারী কোঠায় এমপি দেওয়া হবে। কিন্তু এই বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত সুরাহা হয়নি।

এছাড়াও ময়মনসিংহের একটি আসন এবং বগুড়ার একটি আসন নিয়ে আওয়ামী লীগ এবং শরিকদের মধ্যে বিরোধ রয়ে গেছে। এই সমস্ত বিরোধগুলো আওয়ামী লীগকে খুব দ্রুত মেটাতে হবে, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। নির্বাচন শুধু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বিদ্রোহীদের করলে হবে না অন্যান্য রাজনৈতিক দলগুলি যেন এখানে থাকে তা নিশ্চিত করতে হবে। আর এ কারণেই নির্বাচনে শরিক এবং সহযোগীদের নিয়ে রীতিমতো চাপে আছে আওয়ামী লীগ।

© এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
/ month
placeholder text

সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচন

বঙ্গবন্ধুর সমাধিতে কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কোটালীপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।  শনিবার দুপুরে তিনি জাতির পিতার...

সারাদেশ

উপজেলা নির্বাচনে বিজয়ীদের শপথ

হাফিজুর রহমান, ঢাকা।। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে বিজয়ী ঢাকা বিভাগের উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান ঢাকা বিভাগীয়...

রাজনীতি

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...
- Advertisment -




Recent Comments