30.9 C
Gopālganj
শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫

‘বিদেশ থেকে যত বড় শক্তি আসুক, ৭ তারিখেই নির্বাচন হবে’

আমার ৫৯ জন ছেলেকে এই হাত দিয়ে দাফন করেছি। আমরা তো কাউকে একটা থাপ্পড়ও দেইনি। আল্লাহ ওদের বিচার করেছে। যতবড় শক্তি বিদেশ থেকে আসুক না কেন, ৭ তারিখেই নির্বাচন হবে।

নির্বাচিত সংবাদ

মোহনা রিপোর্ট :
মোহনা রিপোর্ট :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted News.
- Advertisement -

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, আমাদের রক্ত কি রক্ত না? আমার ৫৯ জন ছেলেকে এই হাত দিয়ে দাফন করেছি। আমরা তো কাউকে একটা থাপ্পড়ও দেইনি। আল্লাহ ওদের বিচার করেছে। যতবড় শক্তি বিদেশ থেকে আসুক না কেন, ৭ তারিখেই নির্বাচন হবে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে ফতুল্লার কাশিপুর ইউনিয়নে নির্বাচনী সভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছি। তারা পৃথিবীর অনেক বড় শক্তি। ওরা মানচিত্রে থাবা দিয়েছে। সমুদ্র চায়, সেন্টমার্টিন চায়। বলা হচ্ছে আরবস্প্রিং, ইরাক, লিবিয়ার মতো হয়ে যাবে। যদি এটা হতে দিতে না চান, ভোট দিতে আসবেন। এটা আপনার দায়িত্ব। আমি বলি না আমাকেই ভোট দিন। যাকে খুশি ভোট দিন। নয়ত ওরা সুযোগ নেবে, এরপরে আর রক্ষা নেই। এই এক মহিলা সব ঠেকিয়ে রেখেছে।

তিনি আরও বলেন, আমরা ১২৫ কোটি টাকা দিয়ে শুধু প্রাইমারি স্কুল করেছি। ২২৫ কোটি টাকার হাইস্কুল করেছি। বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাশ হয়ে গেছে। আমি হাসপাতাল চেয়েছিলাম। শেখ হাসিনা পাঁচশ শয্যাবিশিষ্ট হাসপাতালের অনুমোদন দিয়েছে। এখানে শেখ কামাল আইটি ইনিস্টিউট হবে, কাজ শুরু হয়ে গেছে। খুব বড় চ্যালেঞ্জ কিন্তু এবার। নিজে ভোট দেবেন, মানুষকেও দেওয়াবেন। না হলে আপনার এ মানচিত্র স্বাধীন থাকবে না। তার যদি কোনো ক্ষতি করতে পারে তাহলে আর স্বাধীন থাকতে পারবেন না।

শামীম ওসমান আরও বলেন, বিএনপির ছেলেদের জন্য মায়া লাগে। লন্ডন থেকে বলে আগুন দাও। আগুন জ্বালিয়ে তারেক রহমান ভাইয়াকে পাঠায়। ওরাও তো আমাদেরই ছেলেমেয়ে। এসব মামলায় যখন চার্জশিট হয়ে যাবে, আদালতে দেখানো হবে এসব ছবি ও ভিডিও। সাজা হবে, কাঁদবে কারা? তার পরিবার কাঁদবে। তারেক রহমান কিন্তু কাঁদবে না। সমস্ত ভিডিও প্রশাসনের কাছে আছে। আমি জানি ওরা অপরাধী না। আমি চেষ্টা করব ওদের সেভ করতে। আমার কথাকে দুর্বলতা ভাববেন না, আমি দুর্বল না।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »