29.6 C
Gopālganj
শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫

নির্বাচন নিয়ে নাশকতাকারীদের তথ্য দিলে লাখ টাকা পুরস্কারের ঘোষণা আইজিপি’র

‘নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘু রয়েছে, তাদের উৎকন্ঠার কথা মাথায় রেখেও নির্বাচনী নিরাপত্তা গ্রহণ করেছি। তারা যেন নিরাপদে ভোট দিতে পারেন; সেই লক্ষে সকল পুলিশ সুপারকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচিত সংবাদ

মোহনা রিপোর্ট :
মোহনা রিপোর্ট :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted News.
- Advertisement -

নির্বাচনকে ঘিরে নাশকতামূলক কর্মকান্ডের তথ্য দিলে লাখ টাকা পর্যন্ত পুরস্কারের ঘোষণা দিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। যশোরে প্রেসব্রিফিংকালে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, নাশকতামূলক কার্যক্রম বা নির্বাচনবিরোধী যেকোনো প্রচেষ্টা নস্যাৎ করার সকল প্রস্তুতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রয়েছে।

তকে কেউ যদি নাশকতার পরিকল্পনা করে এ ধরণের তথ্য বা নাশকতাকারীদের তথ্য দিলে সর্বনিম্ন ২০ হাজার টাকা থেকে লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেয়া হবে। এবং তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।

মঙ্গলবার দুপুর ৩টার দিকে যশোর পুলিশ সুপার কার্যালয়ে খুলনা বিভাগীয় আইন-শৃঙ্খলা মিটিং শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

দেশবাসীকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহবান জানিয়ে আইজিপি বলেন, ‘নির্বাচনের আগে ও পরে নির্বাচন কমিশনের নির্দেশনা মতো পুলিশ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকে। সেই অনুযায়ী আমাদের সবধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন। পুলিশ আপনাদের পাশে রয়েছে। প্রার্থীদের তালিকা অনুযায়ী ও আমাদের নিজস্ব ব্যবস্থায় ঝুঁকিপূর্ণ তালিকা প্রস্তুত করা হয়েছে। কেন্দ্রগুলোতে অধিক সর্তকতার সঙ্গে পুলিশ দায়িত্ব পালন করবে।

সংখ্যালঘুদের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে মন্তব্য করে আইজিপি বলেন, ‘নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘু রয়েছে, তাদের উৎকন্ঠার কথা মাথায় রেখেও নির্বাচনী নিরাপত্তা গ্রহণ করেছি। তারা যেন নিরাপদে ভোট দিতে পারেন; সেই লক্ষে সকল পুলিশ সুপারকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আইজিপি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু করতে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে। ভোটাররা যাতে নির্বিঘ্ন ভোট দিতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় মাঠে থাকবে। বিশেষ করে সংখ্যালঘু, নারী ও বয়স্কদর নির্বিঘ্ন কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা করা হবে।

প্রার্থীদের অভিযোগ প্রসঙ্গে আইজিপি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড করতে প্রার্থীদের প্রতিটি অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করা হচ্ছে। প্রতিনিয়ত এই কেন্দ্রগুলোর পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। ঝুঁকিপুর্ণ এলাকাগুলোতে টহল জোরদার করা হয়েছে। আগামী নির্বাচনে যথাযথভাবে করতে পুলিশের সকল সদস্য মানসিকভাবে প্রস্তুত রয়েছে।

ব্রিফিংকালে উপস্থিত ছিলেন পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি (উপ-পুলিশ মহাপরিদর্শক) মঈনুল হক, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদ্দারসহ খুলনা বিভাগের পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »