29.6 C
Gopālganj
শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫

আওয়ামী লীগ নেতাকে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানিয়েছেন শেখ সেলিম এম,পি

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট রনজিৎ কুমার বাড়ৈ গামার মরোদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ প্রেসিডিয়ামের সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি।

আজ শনিবার দুপুরে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ ফজলুল করিম সেলিম এমপি।পরে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম শাহাব উদ্দিন আজমের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম এম নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক এম.এ জুলকার রহমানের নেতৃত্বে জেলা আইনজীবী সমিতি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু, সাধারণ সম্পাদক  আবু সিদ্দিক শিকদারের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির ও সাধারণ সম্পাদক আলিমুজ্জামান বিটুর নেতৃত্বে পৌর আওয়ামী, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক এম,বি সাঈদ (বি মোল্লা) এর নেতৃত্বে জেলা যুবলীগ ও জেলা ছাত্রলীগ সভাপতি নিউটন মোল্লার নেতৃত্বে জেলা ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

immage 1000 01 25

এ সময় কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং এফবিসিসিআই- এর সাবেক সভাপতি ফজলে ফাহিম, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফজলে নাঈম, জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মুন্সি আতিয়ার রহমান, গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন,জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এসএম নজরুল ইসলাম প্রমূখ দলীয় নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

এরপর  রনজিৎ কুমার গামার মরোদেহ নেয়া হয় গ্রামের বাড়ি টুঙ্গিপাড়ার উপজেলার রূপাহাটিতে। সেখানে বিকেলে তার নিজ বাড়িতে সমাহিত করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি.এম শাহাব উদ্দিন আজম, প্রচার সম্পাদক এসএম নজরুল ইসলাম সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শুক্রবার শহরতলীর মান্দারতলা এলাকায় নিজের প্রতিষ্ঠিত নির্মানাধিন শেখ ফজলুল করিম সেলিম ল’ কলেজের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে একটি  মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন রনজিৎ কুমার গামা। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »