কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের ও তার সহধর্মিনী শেরিফা কাদেরসহ অন্যান্য নেতৃবৃন্দদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় পার্টি, গোপালগঞ্জ জেলা শাখা ও অঙ্গ সংগঠন।
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বিকাল ৫ টায় গোপালগঞ্জের ভাটিয়াপাড়া গোলচত্বর এ মানববন্ধন করেছে জেলা জাতীয় পার্টি।
মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও গোপালগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ আম্মার মিয়া (অসীম) ।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি জেলা কমিটির নির্বাহী সদস্য ওলিয়ার রহমান, জাতীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টি, জেলা কমিটির সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম সিকদার, জেলা কমিটির সদস্য, মোহাম্মদ সুমন মোল্লা সহ আরও উপস্থিত ছিলেন, মোঃ ইয়ার মোল্লা, মোঃ আলা মিয়া, মোঃ ইসানুর রহমান, মোঃ মিজানুর রহমান সহ নেতৃবৃন্দ।