প্রতিনিধি: কাজী মাহমুদ-
গোপালগঞ্জে বিএনপি নেতার স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩-মার্চ) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার বেথুড়ি ইউনিয়নের রামদিয়া’র বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের রতন মোল্লার স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা বিএনপি সাবেক সভাপতি ও সাবেক এমপি এবং বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এম এইচ খান মঞ্জু। তিনি বলেন, আমি ছাত্র জীবন থেকে ঢাকায় রাজনীতি করেছি কিন্তু গোপালগঞ্জের রাজনীতি শুরু করার পিছনে রতন মোল্লার অনেক অবদান রয়েছে। আমি তার আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে রতন মোল্লার জন্য দোয়া চাই এবং সেই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সকলের কাছে দোয়া চাই ও বিএনপি’র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া চাই।
এসময় গোপালগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মেজর অবসর অহিদুল হক মোল্লা, জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক এস এম হুমায়ুন কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এস এম সুমন, জেলা বিএনপি’র সাবেক সদস্য শেখ ইয়াহিয়া, কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের সভাপতি রমেন্দ্রনাথ সরকার, কাশিয়ানী উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি দয়াময় মৌলিক, বিএনপি নেতা হামিদ উদ্দিন খসরু, বিএনপি কর্মী বদিউজ্জামান লেবুসহ অশংখ নেতা-কর্মীরা উপস্থিতি ছিলেন।
অনুষ্ঠানটি ব্যবস্থাপনা ও পরিচালনা করেন বিএনপি নেতা অনিক মোল্লা। এরপর সহস্রাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।