29.1 C
Gopālganj
মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫

রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে যশোর পূজা উদযাপন পরিষদের স্মারকলিপি প্রদান

নির্বাচিত সংবাদ

মোহনা রিপোর্ট :
মোহনা রিপোর্ট :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted News.
- Advertisement -

পূজা উদযাপন পরিষদের নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা

যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন ও সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ–এর বিরুদ্ধে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলাকে ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যমূলক দাবি করে স্মারকলিপি প্রদান করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। প্রশাসনের উদ্দেশ্যে দেওয়া এ স্মারকলিপিতে তাঁরা মামলাটিকে হয়রানিমূলক হিসেবে আখ্যায়িত করেন এবং অবিলম্বে এই অভিযোগ প্রত্যাহারের দাবি জানান।

জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

২০২৫ সালের মে মাসের এক মঙ্গলবার দুপুরে যশোর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। জেলা প্রশাসকের পক্ষে এটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম। স্মারকলিপিতে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়, এটি কিছু স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র, যারা প্রশাসন ও রাজনৈতিক দলের সঙ্গে পূজা উদযাপন পরিষদের সুসম্পর্ক নষ্ট করার অপপ্রয়াস চালাচ্ছে।

সাংগঠনিক কাজকে রাজনৈতিক রূপ দেওয়ার প্রতিবাদ

স্মারকলিপিতে পরিষদের পক্ষ থেকে বলা হয়, “সনাতনী জনগোষ্ঠীর নিরাপত্তা ও অধিকার রক্ষাই আমাদের সাংগঠনিক দায়িত্ব। যখন কেউ আক্রান্ত হন, তখন প্রশাসন, পুলিশ, সুশীল সমাজ ও গণমাধ্যমকে অবহিত করাটাই স্বাভাবিক কাজ। এটি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

তাঁরা আরও জানান, পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের আগেও তাঁরা সাহসিকতার সঙ্গে এ কাজ করে আসছিলেন, যা এখনো অব্যাহত রয়েছে। কাজেই এটি নতুন কিছু নয় এবং এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলেই তাঁদের দাবি।

মামলা প্রত্যাহারের দাবি ও সনাতনী সমাজের ঐক্য

বিনয়কৃষ্ণ মল্লিকের দায়েরকৃত মামলাটি উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন দাবি করে স্মারকলিপিতে জোর দিয়ে বলা হয়, এটি সনাতনী সমাজকে হেয়প্রতিপন্ন করার একটি অপচেষ্টা। তাঁরা প্রশাসনের কাছে দাবি জানান—দেশের প্রতিটি পূজা উদযাপন পরিষদ শাখাকে দেশোন্নয়ন ও সম্প্রদায়ের স্বার্থে কাজ করতে উৎসাহিত করতে হবে এবং এই ধরনের মিথ্যা মামলার বিরুদ্ধে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ যশোরের সহসভাপতি অধ্যক্ষ জয়ন্ত কুমার বিশ্বাস, অ্যাডভোকেট প্রশান্ত দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক রতন আচার্য, অধ্যাপক দেবাশীষ রাহা, আইন বিষয় সম্পাদক চিরন্তন মল্লিক, যশোর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবিন কুমার পাল, সাধারণ সম্পাদক প্রশান্ত সরকার, পৌর কমিটির সাধারণ সম্পাদক উৎপল ঘোষসহ জেলা, উপজেলা, পৌর শাখার দুই শতাধিক নেতাকর্মী।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »