গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী হতে গোডাউন ব্রিজ পর্যন্ত ১ কিলোমিটার সড়ক দ্রুত মেরামতের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। চরপ্রসন্নদী স্বাধীন ফাউন্ডেশন এ মানববন্ধনের আয়োজন করে।

আজ রবিবার(১৩ জুলাই) সকাল ১১ টায় চরপ্রশন্নদী গোডাউন রোডের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী। এসময় সড়ক সংস্কারের দাবীতে বিভিন্ন লেখা প্লাকার্ড প্রদর্শন করা হয়। এ মানববন্ধন চলাকালে সজীব খন্দকার, ওমর মোল্লা, অনিক খান, রাসেল শেখ সহ আরও অনেকে বক্তব্য রাখেন। এ কর্মসূচিতে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশ নেন।

এসময় বক্তারা বলেন, চরপ্রশন্নদী থেকে গোডাউন সড়কের প্রায় ১ কিলোমিটার এলাকা দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, সাধারণ মানুষ সহ ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। প্রতিনিয়ত এ সড়কে চলাচলকারীরা দূর্ঘটনার শিকার হচ্ছেন। দ্রুত এ সড়কটি মেরামতের দাবী স্থানীয়দের।