গনফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. সুব্রত চৌধুরী বলেছেন, আগামী নির্বাচন বানচালের চেষ্টা প্রতিহত করা হবে। জুলাই সনদকে ৭২ সংবিধানের উপর দেয়ার চেষ্টা করবেন না। সংবিধান পরিবর্তন করবে পরবর্তি নির্বাচিত সরকার।
গোপালগঞ্জে জেলা গণফোরামের আহবায়ক এ্যাডভোকেট কাজী মেজবাহ উদ্দিন-এর স্বরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজ শনিবার বেলা ১১টায় জেলা শহরের একটি রেস্টুরেন্টের হল রুমে এ স্বরণসভা অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ্যাডভোকেট নওশের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বরণ সভায় প্রধান বক্তা ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক ডাঃ মিজানুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসাবে গণফোরামের কেন্দ্রীয় নেতা কে,এম জগলুল হায়দার আফ্রিক, শাহ নুরুজ্জামান, মুহাম্মদ রওশন ইয়াজদানী, লতিফুল বারী হামীম, বিশ্বজিৎ গাঙ্গুলী বক্তব্য রাখেন।
এ সভায় গণফোরামের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।