কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, একটি আদর্শকে ধরে রাখার জন্য ১৭ বছরে অমানসিক নির্যাতন সহ্য করেছি। ১৬৭টি মামলা মাথায় নিয়ে ঘুরেছি। বছরের পর পর কারাবন্ধী অবস্থায় থেকেছি। মাসের পর মাস মিথ্যা মামলায় গ্রেপ্তার করে দু’হাত বেঁধে ঝুলিয়ে সারারাত পেটানো হতো। কাউকে কিছু বলতে পারতাম না, শুধু কাঁদতাম। এই কাঁন্না দেখার মতো ওখানে কেউ ছিল না। শুধু বিএনপি করতাম বলেই এভাবে অমানসিক নির্যাতন করা হতো। রাজনীতি করা আমার অপরাধ নয়, এটি আমার গণতান্ত্রিক অধিকার। তাহলে কেন ভিন্ন মত বা আদর্শের ব্যক্তিদের এভাবে নির্যাতন করা হয়েছে।
শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মহিলা দল আয়োজিত পল্লী উন্নয়ন একাডেমি হলরুমে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, তারেক রহমান ঘোষিক ৩১ দফা হচ্ছে বাঙ্গালী জাতির মুক্তির সনদ। দেশ পরিবর্তন বা সংস্কারের সকল বিষয়ে এই ৩১দফার মধ্যে রয়েছে।
জাতীয়তাবাদী মহিলা দল কোটালীপাড়া উপজেলা শাখার আহবায়ক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশনারা আক্তার রত্না।
কর্মী সভায় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ বক্তব্য রাখেন। #