28.6 C
Gopālganj
বৃহস্পতিবার, অক্টোবর ২, ২০২৫

কোটালীপাড়ায় ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধর ও মোটরসাইকেল পোড়ানোর অভিযোগ

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রামশীল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ক্লিনটনের বিরুদ্ধে এক ব্যবসায়ীসহ ৪জনকে মারধর ও মোটরসাইকেল পোড়ানোর অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার রামশীল ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত ব্যবসায়ী ইমতিয়াজ ইসলাম শাওন (২৫) কে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

জানাগেছে, উপজেলার বাগানউত্তরপাড়া গ্রামের খাইরুল বশার নান্নু ছেলে ও সিকিরবাজারের গ্যাস ব্যবসায়ী ইমতিয়াজ ইসলাম শাওন তার কয়েকজন বন্ধুকে নিয়ে গত মঙ্গলবার দিবাগত রাতে রামশীল ইউনিয়নের রাজাপুর গ্রামে পূজা দেখতে যায়। এ সময় রামশীল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ক্লিনটন বিশ্বাস ও তার লোকজনের সাথে মোটরসাইকেল সাইড দেওয়া নিয়ে কথা কাঁটাকাঁটি হয়। কথা কাঁটাকাঁটির এক পর্যায়ে ক্লিনটন বিশ্বাস লোকজন নিয়ে ব্যবসায়ী ইমতিয়াজ ইসলাম শাওন (২৫), সোয়াদী শেখ (২০), রসুল ফকির (১৮), ফেরদাউস ঘরামী( ১৯) কে মারধর করে। মারধরের পরে ইমতিয়াজ ইসলাম শাওনের কাছ থেকে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে ছাত্রদল নেতা ক্লিনটন বিশ্বাস রাশমীল বিজ্রের উপর নিয়ে পুড়িয়ে ফেলে।

01

গুরুতর আহত ইমতিয়াজ ইসলাম শাওন বলেন, মঙ্গরবার রাতে আমরা কয়েকজন বন্ধু মিলে দুটি মোটরসাইকেল নিয়ে রামশীলের রাজাপুরে পূজা দেখতে যাই। রাস্তায় মোটরসাইকেল সাইড দেওয়া নিয়ে ক্লিনটন বিশ্বাস আমাদেরকে গালিগালাজ করে মারধর করে। এ সময় আমার কাছ থেকে সুজুকি এফআই মডেলের (গোপালগঞ্জ-ল-১১-৭৬৫৪) নম্বরের মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে রামশীল বিজ্রের উপর বসে পুড়িয়ে ফেলে।

রামশীল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ক্লিনটন বিশ্বাস বলেন, গ্যাস ব্যবসায়ী ইমতিয়াজ ইসলাম শাওন কয়েকটি মোটরসাইকেল নিয়ে আমাদের গাড়ির গতিরোধ করে আমাদেরকে মারধর করে। একপর্যায়ে এলাকাবাসী এসে ইমতিয়াজ ইসলাম শাওনের মোটরসাইকেল পুড়িয়ে ফেলে। আমরা কেউ ইমতিয়াজ ইসলাম শাওনকে মারধর করিনি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।

উপজেলা ছাত্রদলের আহবায়ক লালন শেখ বলেন, রামশীল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ক্লিনটনের বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধর ও মোটরসাইকেল পোড়ানোর অভিযোগ পেয়েছি। যদি অভিযোগ সত্য হয়ে থাকে তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। #

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »