বাংলার গ্রামাঞ্চলে শরতের আগমন মানেই কাশফুলের রাজত্ব। বর্ষার শেষে যখন আকাশে নীলের গভীরতা ছড়িয়ে পড়ে আর ভেসে যায় সাদা মেঘের পাল, ঠিক তখনই মাঠের পর মাঠ কাশফুল দুলে ওঠে বাতাসের ছন্দে। মনে হয়, মাটির বুকে কেউ এক টুকরো সাদা সমুদ্র ছড়িয়ে দিয়েছে। বাংলা সাহিত্যে ও সংস্কৃতিতে কাশফুলকে শরতের প্রতীক বলা হয়।

শরৎ মানেই সাদা মেঘ, নীল আকাশ আর দিগন্ত জোড়া কাশবন।ঢাকা-খুলনা মহসড়কের পাশেই গোপালগঞ্জ শহরতলীর হরিদাশপুরে বিস্তৃর্ন এলাকা জুড়ে সাদা কাশফুল পর্যটকদের মন ভুলিয়ে দেয়।পরিবার পরিজন নিয়ে প্রতিদিন ঘুরতে আসেন শত শত লোক।
গোপালগঞ্জ শহরের ঠিক পাশেই নির্মানাধীন বিসিক শিল্প নগরীর বিস্তৃর্ন এলাকায় প্রাকৃতিকভাবে জন্ম নিয়েছে কাশফুল।যে এলাকাটি সাদা কাশফুলে ভরে গেছে।এখন শহরবাসীর বিনোদনের বা ঘুরে বেড়ানোর জন্য একটি সুন্দর স্পট হয়ে দাড়িয়েছে।

কাশফুল যেন প্রকৃতির এক বিশেষ আয়োজন। বিকেলের আলোয় কাশফুলের সারি দাঁড়িয়ে থাকে যেন সাদা পোশাক পরা কিশোরীরা দল বেঁধে মাঠে দাঁড়িয়ে আছে। অনেকেই পরিবার নিয়ে কাশবনে বেড়াতে যান, ছবি তোলেন বা স্রেফ প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান।

গোপালগঞ্জ জেলা উদীচীর সভাপতি মোঃ নাজমুল ইসলাম বলেন, শৈশবে যারা গ্রামের পরিবেশে বড় হয়েছেন, তাদের কাছে কাশফুল মানেই নস্টালজিয়া। বন্ধুদের সঙ্গে চর বা মাঠে দৌড়ে বেড়ানো, হাতভরা কাশফুল নিয়ে খেলা, কিংবা কাশফুলের ঝোপে লুকোচুরি সবই এক অমূল্য স্মৃতি।

শরতের আকাশ যেমন নীল রঙে ভরে ওঠে, তেমনি বাংলার মাঠঘাট কাশফুলের সাদায় ঢেকে যায়। কাশফুল শুধু ফুল নয়, এটি এক অনুভূতি, এক সৌন্দর্যের প্রতীক যা আমাদের সংস্কৃতি আর প্রকৃতিকে সমৃদ্ধ করে।