গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. খায়ের উদ্দিন মোল্লা।
উদ্বোধনী অনুষ্ঠানে ২৫ জন কৃষকের মাঝে খেসারী, মসুর ও সরিষা ফসলের জন্য বীজ ও সার বিতরণ করা হয়। জনপ্রতি খেসারী বীজ ৮ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি; সরিষা চাষের জন্য ১ কেজি বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ৫ কেজি; এবং মসুর চাষের জন্য ২ কেজি বীজ, ডিএপি সাড়ে ১০ কেজি ও এমওপি ৫ কেজি করে দেওয়া হয।
বক্তারা বলেন, সরকারের কৃষিবান্ধব উদ্যোগের অংশ হিসেবে কৃষকদের মাঝে মানসম্মত বীজ ও সার বিতরণের মাধ্যমে তাদের উতপাদন খরচ কমিয়ে অধিক ফলন নিশ্চিত করা হচ্ছে। এতে কৃষকরা উপকৃত হবেন এবং দেশের সামগ্রিক কৃষি উতপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোপালগঞ্জের উপ-পরিচালক ড. মো. মামুনুর রহমান, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. আবুল বাশার মিয়া, টুঙ্গিপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মিঠুন সরকারসহ স্থানীয় কৃষক ও কর্মকর্তারা।