গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌরসভার সরবরাহকৃত পানিতে ঘোলা ও ময়লা মিশ্রণের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকালে পৌর এলাকার সরদারপাড়া গ্রামে ঘটে এ ঘটনা।
‘ফেমাস রহমান’ নামে এক ফেসবুক ব্যবহারকারী তার ব্যক্তিগত আইডিতে গতকাল শনিবার একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায়, পৌরসভার লাইন থেকে সম্পূর্ণ ঘোলা পানি বালতিতে পড়ছে। তিনি পোস্টে লেখেন, “এটা আজকের দৃশ্য, এটা মাঝে মধ্যেই হয়। কতজন এলো গেলো, পৌরবাসী ঠিকমতো পানির সুবিধাটা পেলো না।”
ভিডিওটি পোস্টের পর মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়। নানান রসাত্মক ও ক্ষোভপূর্ণ মন্তব্যে ভরে যায় পোস্টের কমেন্ট বক্স। একজন ব্যবহারকারী রসিকতা করে লেখেন, “ভাই দুধ চা হলে বিক্রি শুরু করে দেন।” অন্যজন লিখেছেন, “আমার বাড়িতে তো তাও আসে না। শুধু শুধু ৩০০ টাকা বিল দেই কেন?”

ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই টুঙ্গিপাড়া পৌরসভার পানি শাখার কম্পিউটার অপারেটর সাইফুজ্জামান আরিফ তার ফেসবুক আইডিতে পাল্টা পোস্ট দিয়ে ঘটনার ব্যাখ্যা দেন। তিনি লিখেন, “টুঙ্গিপাড়া পৌরসভার টুঙ্গিপাড়া, পাঁচ কাহানিয়া, কেড়ালকোপা ও সরদারপাড়া এলাকায় পাইপ লাইন ওয়াশ করার কারণে সাময়িকভাবে ঘোলা পানি যাচ্ছে। এ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ করছি।”
এ বিষয়ে ফেমাস রহমান বলেন, “টুঙ্গিপাড়া পৌরসভায় অনেক মেয়র ও প্রশাসক এলো গেলো, কিন্তু পৌরবাসীর পানির কষ্ট দূর হলো না। এখনো মানুষ ঘোলা পানি ব্যবহার করতে বাধ্য।” তিনি দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানান।
পানি শাখার কম্পিউটার অপারেটর সাইফুজ্জামান আরিফ আরও জানান, “নতুন সংযোগ লাইন পরিষ্কারের কাজ চলমান। তাই কিছু এলাকায় সাময়িকভাবে ঘোলা পানি আসছে।”
তবে এ বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহিনুজ্জামান বলেন, “ভিডিও ভাইরালের বিষয়টি আমি জানি না। তবে কেউ দীর্ঘদিন লাইন ব্যবহার না করলে মাঝে মাঝে এমন ঘোলা পানি আসতে পারে।”
পৌরবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে একই সমস্যা চলছে, কিন্তু স্থায়ী সমাধান নেই। অনেকে বলেন, প্রতিবার অভিযোগ জানানো হলেও দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া হয় না।
স্থানীয়দের দাবি, পৌরসভা যেন দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে পানি সরবরাহের মান ঠিক রাখে, যাতে আর কারো ঘোলা পানি ব্যবহার করতে না হয়।
