কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম ঘরে ঘরে গিয়ে ভোটারদের মন জয় করে ভোট চাওয়ার জন্য দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন আমাদের সকলকে ভোটারদের মন জয় করতে হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার উন্নয়ন–কর্মকাণ্ডগুলো তুলে ধরতে হবে।
বৃহস্পতিবার (০৬ নভেম্বর) রাতে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া আদর্শগ্রাম সার্বজনীন রাস মন্দিরে আয়োজিত রাস পূজা পরিদর্শন শেষে এসব কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
তিনি আরও বলেন, আমি আপনাদের সন্তান, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে গোপালগঞ্জ -১ আসনের সাধারণ মানুষের সেবা করার জন্য সংসদ নির্বাচনে ধানের শীর্ষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। তাই আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষ মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবেন এবং ব্যক্তিগত পর্যায়েও ঘরে ঘরে গিয়ে আমরা ভোটারদের সাথে কথা বলে তাদের মন জয় করতে হবে।

সেলিমুজ্জামান আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষ প্রতীককে বিজয়ী করতে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং ধানের শীর্ষ মার্কায় ভোট চাইতে জনগণের কাছে যেতে হবে।নির্বাচনে দল যাকে মনোনীত করেছে এবং দল যাকে ধানের শীর্ষ মার্কা দিয়েছে তার পক্ষে সবাইকে কাজ করতে হবে। এজন্য এখন থেকে জনগণের কাছে যেতে হবে এবং ধানের শীর্ষ মার্কায় ভোট চাইতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিত্য ও প্রকাশনা সহসম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, দপ্তর সম্পাদক নুরে বোরহান লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিচুর রহমান লিমন, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক শিমুল, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, কাশিয়ানী সদর ইউনিয়ন মহিলা দলের নেত্রী ইরিন জামান ইরাসহ উপজেলার স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
