গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পারিবারিক পুষ্টিবাগান কৃষকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনছে। সারা বছর বাড়ির আঙিনায় শাকসবজি উৎপাদন করে কৃষক পরিবারগুলো যেমন পুষ্টি ঘাটতি পূরণ করছে, তেমনি বাড়তি ফসল বিক্রি করে বাড়াচ্ছে পারিবারিক আয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, মাত্র দেড় শতাংশ জমির একটি পারিবারিক পুষ্টিবাগান থেকে বছরে গড়ে ৫৫০ কেজি শাকসবজি উৎপাদন হচ্ছে। বাজারদর অনুযায়ী যার মূল্য প্রায় ১৬ হাজার ৫০০ টাকা। অথচ পুরো বছরে এই বাগানের যত্ন ও উৎপাদনে খরচ হয় মাত্র ৩ হাজার ৫০০ টাকা। এতে কৃষকদের বছরে বাড়তি আয় হচ্ছে প্রায় ১৩ হাজার টাকা।

কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় বলেন, চলতি অর্থ বছরে উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৩৭১টি পারিবারিক পুষ্টিবাগান স্থাপন করা হয়েছে। কৃষকদের মধ্যে বিনামূল্যে জৈব সার, ১৩ প্রজাতির শাকসবজির বীজ ও প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়েছে।পাশাপাশি দেওয়া হয়েছে প্রশিক্ষণ ও পরামর্শ।
তিনি আরও জানান, এই প্রকল্পের মাধ্যমে কৃষক পরিবারগুলোর খাদ্য তালিকায় শাকসবজি গ্রহণের হার বেড়েছে। বর্তমানে এসব পরিবারে দৈনিক খাদ্যতালিকার প্রায় ৬০ শতাংশ পুষ্টি উপাদান আসছে নিজস্ব বাগান থেকে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুক্তা মণ্ডল বলেন, পারিবারিক পুষ্টিবাগানের মূল লক্ষ্য হলো নিরাপদ ও বিষমুক্ত খাদ্য নিশ্চিত করা। এখানে রাসায়নিক সার বা ক্ষতিকর কীটনাশক ব্যবহার করা হয় না। বরং জৈব সার ও কীটপতঙ্গ নিয়ন্ত্রণে ফাঁদ ব্যবহার করে শাকসবজি চাষ করা হয়। পুষ্টিবাগান করা কয়েকজন কৃষকের অভিজ্ঞতা আরও আশাব্যঞ্জক।
বান্ধাবাড়ী ইউনিয়নের হরিনাহাটি গ্রামের কৃষক ইসমাইল হাওলাদার বলেন, “গত ছয় বছর ধরে পুষ্টিবাগান করছি। নিজেরা খাচ্ছি, বাড়তি বিক্রি করছি। বছরে ৫ থেকে ৬ হাজার টাকা আয় বাড়ছে।”

কুশলা ইউনিয়নের কৃষক মিলন শেখ বলেন, “রাসায়নিক ছাড়া উৎপাদিত শাকসবজি বাজারে সহজেই ভালো দামে বিক্রি হয়। কারণ মানুষ এখন নিরাপদ খাবার চায়।”
একই ইউনিয়নের কৃষাণী হাসি বেগম জানান, “বাগানের সবজি খেয়ে আমরা অনেকটা স্বয়ংসম্পূর্ণ হয়েছি। বিক্রি করে সংসারের খরচও মেটাতে পারি।”
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, গত ছয় বছরে স্থানীয় কৃষকদের মধ্যে এই মডেল চাষাবাদ দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। শুধু পুষ্টি সরবরাহ নয়, এটি গ্রামীণ অর্থনীতি, নারী ক্ষমতায়ন এবং পরিবারের খাদ্য নিরাপত্তায় বড় ভূমিকা রাখছে।
স্থানীয় কৃষকদের দাবি, এই প্রকল্প চালু থাকা এবং আরও সম্প্রসারণ হলে ভবিষ্যতে কোটালীপাড়া পুরোপুরি নিরাপদ ও বিষমুক্ত সবজি উৎপাদনের এলাকায় পরিণত হবে।
