উন্নত জীবন আর আর্থিক স্বচ্ছলতার জন্য অবৈধপথে ইউরুপের দেশ ইতালী যেতে গিয়ে সর্বস্ব হারিয়ে নিঃস্ব গোপালগঞ্জের যুবক আসিক মীনা নামের এক যুবক।শুধু সে নয় আরো অনেক যুবক হারিয়েছে অর্থ, কেউ কেউ হারিয়েছে জীবন।কেউ যেন এই ধরনের অবৈধ পথে ইউরোপের ইতালীতে যাবার চেষ্টা না করে তার পরামর্শ আশিকের।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন গ্রামের পাশের জেলা মাদারীপুর জেলার রাজৈর সহ এ অঞ্চলের যুবকদের একটি লক্ষ্য থাকে ইউরোপের দেশ ইতালী যাওয়া।এসব অঞ্চলের প্রায় সব বাড়িতেই কেউ না কেউ ইতালীতে পাড়ি জমিয়েছে। নানা অবৈধভাবেই তারা ইতালী পৌছে এখন বাড়ি,গাড়ি অর্থ-সম্পত্তির মালিক হয়েছেন। আর এ থেকেই অনুপ্রানিত হয়ে যুবকদের প্রথম টার্গেট থাকে ইতালীতে যাওয়া, আর সেটি লিবিয়া হয়ে সমুদ্রপথে।
এভাবেই অবৈধ পধে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে কোনমতে জীবন নিয়ে বাড়ি ফিরেছে আশিক।বাড়ি ফিরেছেন ঠিকই,তবে হারিয়েছেন বাবার শেষ সম্বল জমি বিক্রির টাকা সহ ২২ লাখ টাকা। পা ভেঙ্গে হয়েছেন পঙ্গু।কতদিন এভাবে পঙ্গু জীবন কাঁটাতে হবে তাও সে জানেনা।ওই যুবক গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পূর্ব লওখন্ডা গ্রামের হায়দার মীনার ছেলে।
এলাকার মাহামুদ মীনা সহ আরো বেশ কয়েকজনের সাথে কথা হলে তারা জানান, এ অঞ্চলের অসংখ্য যুবক তাদের পরিবারকে বাধ্য করে জায়গা-জমি বিক্রি করে টাকা দিতে।জীবন-মৃত্যু হাতে নিয়ে অবৈধভাবে অসংখ্য যুবক লিবিয়া হয়ে ইতালী যেয়ে থাকে।কেউ সফল হয়।কেউবা নিঃস্ব হয়ে ফিরে আসে, আবার মারা যাওয়ার মতো দুঃখজনক ঘটনাও ঘটে।
আশিক মীনা ওই পথকে ভয়ানক পথ উল্লেখ করে জানায়, জীবন-মৃত্যু হাতে নিয়ে ওই পথে যেন কেউ যাবার চেষ্টা না করে।তিনি যেহেতু ওই জীবন দেখে এসেছেন,তিনি তার ভয়াবহতা অনুমান করতে পারেন।আর তাই তার পরামর্শ কোন যুবক যেন লাখ লাখ টাকা খরচ করে জীবন হাতে নিয়ে ওই পথে পা না বাড়ায়।
অবৈধ পথে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে কেউ যাতে ইতালী যাবার চেষ্টা না করে তার জন্য দরকার জনসচেতনতা সৃষ্টি করা।
