গোপালগঞ্জ-০২ আসনের জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী ডা: কে এম বাবর বলেছেন, আগামীতে সরকার গঠন করবে বিএনপি। এ আসন থেকে যদি স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করে আর তাকে যদি ভোট দেন, সে এমপি হলে গোপালগঞ্জেই আসবে না। ৬ মাস বা এক বছর পর এলাকায় আসবে আপনারা সেই এমপির নাগালই পারেন না।
শনিবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়ন বিএনপি অফিসের উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির প্রার্থী ডা: কে এম বাবর আরো বলেন, স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হলে এলাকার উন্নয়ন তো দুরের কথা আপনার উন্নয়নের কথাও বলবে না। সে তার ব্যবসা বাণিজ্য নিয়ে ঢাকায় বসে থাকবে এতে লাভ কি আমাদের। আমরা আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে জিতিয়ে সর্বোচ্চ লাভ নিতে চাই। আর সেই সর্বোচ্চ লাভ নিতে হলে বিএনপির প্রার্থীকে জিতিয়ে নিতে হবে। অন্য কোন প্রার্থীকে জিতিয়ে কোন লাভই হবে না। এর আগে গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নবাড়ি বাজারে ফিতা কেটে বিএনপি অফিসের উদ্বোধন করেন বিএনপির প্রার্থী ডা: কে এম বাবর।
বোড়াশী ইউনিয়ন বিএনপির সভাপতি ইফতেকার হোসেন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা বিএনপির সদস্য এ্যাভোকেট তৌফিকুল ইসলাম তৌফিক, জিয়াউল কবীর বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
