গোপালগঞ্জের তিনটি আসনে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন দল ও ব্যক্তি মনোনয়নপত্র দাখিল করেছেন। গোপালগঞ্জের তিনটি আসন থেকে ৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেন। এদের মধ্য থেকে ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে গোপালগঞ্জ-০১ আসনে ১৩ জন, গোপালগঞ্জ-০২ আসনে ১৪ জন ও গোপালগঞ্জ-৩ আসনে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। গোপালগঞ্জের তিনটি আসন থেকে স্বাধীনতার পর এবার সর্বোচ্চ সংখ্যক প্রার্থী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন।

আজ সোমবার বিকেল ৫ টা পর্যন্ত প্রার্থীরা রিটাণিং অফিসার ও সহকারি রিটাণিং অফিসারের কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।
এরআগে, প্রার্থীরা তাদের কর্মি সমর্থকদের নিয়ে রিটাণিং অফিসার ও সহকারি রিটাণিং অফিসারের কার্যালয়ে আসেন। এতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
গোপালগঞ্জ-০১ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করলেন যারা, জেলা বিএনপি থেকে সেলিমুজ্জামান সেলিম, জামায়াতের মুহাম্মদ আব্দুল হামিদ মোল্লা, জাতীয় পার্টি (এরশাদ) সুলতান জামান খান, গণঅধিকার পরিষদ থেকে মো. কাবির মিয়া, জনতার দল মো. জাকির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহাম্মদ মিজানুর রহমান, এবি পার্টির প্রিন্স আল আমিন, বাংলাদেশ খেলাফত মজলিশের ইমরান হোসেন আফসারি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নিরোদ বরণ মজুমদার, স্বতন্ত্র আশরাফুল আলম শিমুল, আনিসুর রহমান, নাজমুল আলম, কাইয়ুম আলী খান।

গোপালগঞ্জ-০২ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করলেন যারা, বিএনপি থেকে কে এম বাবর, জামায়াতের আজমল হোসেন সরদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের তসলিম সিকদার, বাংলাদেশ খেলাফত মজলিশ শুয়াইব ইবরাহীম, জাকের পার্টির মাহমুদ হাসান, গণফোরাম শাহ মফিজ, গণঅধিকার পরিষদ থেকে দ্বীন মোহাম্মদ, স্বতন্ত্র এম এইচ খান মঞ্জু, কামরুজ্জামান ভূঁইয়া, মো. সিরাজুল ইসলাম, উৎপল বিশ্বাস, সিপন ভঁইয়া, রনী মোল্লা, মশিউর রহমান।

গোপালগঞ্জ-০৩ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করলেন যারা, বিএনপি থেকে এস এম জিলানী, জামায়াতের এম এম রেজাউল করিম, এনসিপি’র মো. আরিফুল দাঁড়িয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মারুফ শেখ, বাংলাদেশ খেলাফত মজলিশ আ: আজিজ, গণফোরাম দুলাল চন্দ্র বিশ্বাস, এনপিপি শেখ সালাউদ্দিন, গণঅধিকার পরিষদ আবুল বশার দাঁড়িয়া, খেলাফত মজলিশের আলী আহমেদ, স্বতন্ত্র রওশন আরা, মো. হাবিবুর রহমান, গোবিন্দ্র চন্দ্র প্রামানিক।

উল্লেখ্য, স্বাধীনতার পরে গোপালগঞ্জের তিনটি আসনে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ১৯৯১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ২৮ জন, ১৯৯৬ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ২৮ জন ও ২০০১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ২২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে।
