গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকেলে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় জেলা শ্রমিক দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
গোপালগঞ্জ জেলা শ্রমিক দলের সদস্য সচিব শেখ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. কে এম বাবর।
প্রধান অতিথির বক্তব্যে ডা. কে এম বাবর বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের অতন্দ্র প্রহরী। তাঁর শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়। দেশনেত্রীর আদর্শই আজ আমাদের সামনে এগিয়ে চলার প্রধান প্রেরণা।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, জেলা বিএনপির সদস্য আজিজুর রহমান বেনো, জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, পৌর বিএনপির সভাপতি শেখ হাসিবুর রহমান হাসিব ও সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা, যুগ্ম আহ্বায়ক যোবায়ের শেখ, হাসিবুর রহমান, ইনসান শেখ, সজীব লষ্কর, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল শেখ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ইমরুল কায়েস, শরীফুল ইসলাম রোমানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সুরা ফাতিহা, ইখলাস ও দরুদ পাঠ করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি মসজিদের ইমাম মো. রফিউজ্জামান।
এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
