ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, গোপালগঞ্জে উৎসাহ-উদ্দিপনা ও সকলের অংশ গ্রহনের মধ্যদিয়ে একটি শান্তিপূর্ন নির্বাচন করার লক্ষ্যে আমরা কাজ করছি।সকলে যাতে গনভোটে অংশ নেয় সে ব্যাপরেও সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
আজ রোববার(১৮ জানুয়ারী) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আইন-শৃংখলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে “নিরাপত্তা সমন্বয় সভা” শেষে বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংকালে এ কথা বলেন।
তিনি আরো বলেন, আইন-শংখলা বাহিনীর সাথে যারা জড়িত রয়েছেন তারা সবসময় তৎপর রয়েছেন।আগামী নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের কাজ করতে হয় আমরা তা সবটাই করবো বলে তিনি জানান।
এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, সেনা ক্যাম্পের অফিসারবৃন্দ সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
