23.1 C
Gopālganj
বুধবার, জানুয়ারি ২১, ২০২৬

গোপালগঞ্জের তিনটি আসনে ২৮ প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টা থেকে জেলা রিটার্ণিং অফিসারের কার‌্যালয় থেকে ২৮ প্রার্থীদের হাতে প্রতিকী প্রতিক তুলে দেয়া হয়।

শুরুতে গোপালগঞ্জ-০১(মুকসুদপুর-কাশিয়ানী আংশিক)সংসদীয় আসন-২১৫ এ ৮ প্রার্থীর মধ্যে  প্রতিক তুলে দেন রিটার্ণিং অফিসার ও জেলা প্রশাসক মো.আরিফ-উজ-জামান।এরমধ্যে বিএনপির মো. সেলিমুজ্জামান সেলিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ আবদুল হামীদ মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ মিজানুর রহমান, জাতীয় পার্টির সুলতান জামান খান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নীরদ বরন মজুমদারকে স্ব স্ব দলীয় প্রতিক বরাদ্দ করা হয়। এছাড়া স্বতন্ত্র এম. আনিসুল ইসলাম (ঘোড়া), আশ্রাফুল আলম(ফুটবল) ও মো. কাইউম আলী খানকে(কলস)প্রতিক বরাদ্দ করা হয়।

গোপালগঞ্জ-০২ (গোপালগঞ্জ সদর-কাশিয়ানী আংশিক)সংসদীয় আসন-২১৬ এ ১২ প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ করা হয়েছে।

এরমধ্যে বিএনপি’র কে.এম বাবর, বাংলাদেশ খেলাফত মজলিসের শুয়াইব ইবরাহীম, ইসলামী আন্দোলন বাংলাদেশের তসলিম শিকদার, জাকের পার্টির মাহমুদ হাসান, গণঅধিকার পরিষদের দ্বীন ইসলাম, জাতীয় পার্টির রিয়াজ সারোয়ার মোল্যা, গণফোরাম শাহ মফিজকে স্ব স্ব দলীয় প্রতীক বরাদ্দ করা হয়।এছাড়া স্বতন্ত্র কামরুজ্জামান ভূঁইয়া(টেলিফোন),এম.এইচ খান মঞ্জু(হরিণ),স্বতন্ত্র মো. সিরাজুল ইসলাম সিরাজ(টেবিল ঘড়ি), রনী মোল্লা(তালা) ও উৎপল বিশ্বাসকে(ফুটবল)প্রতিক বরাদ্দ দেয়া হয়।

গোপালগঞ্জ-০৩(কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) সংসদীয় আসন-২১৭ এ ৮ প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ করা হয়।

এরমধ্যে বিএনপির এস এম জিলানী, বাংলাদেশ খেলাফত মজলিসের আঃ আজিজ, গণফোরামের দুলাল চন্দ্র বিশ্বাস, গণঅধিকার পরিষদের আবুল বসার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মারুফ শেখ, এনপিপি’র শেখ সালাউদ্দিনকে স্ব স্ব দলীয় প্রতিক বরাদ্দ দেয়া হয়। এছাড়া স্বতন্ত্র মো. হাবিবুর রহমান (ফুটবল) ও গোবিন্দ চন্দ্র প্রামাণিককে (ঘোড়া) প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »