বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় গোপালগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি)কোটালীপাড়া উপজেলাধীন ৯ নং আমতলী ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় উপজেলার ৪টি ক্লাবের ৪৮ জন খেলোয়ার অংশগ্রহণ করে।প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন কোটালীপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজা।
প্রতিযোগিতায় জহরেরকান্দি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়ন ও পরিক্রমা সমাজ কল্যাণ যুব সংঘ রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।
