গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্টে তল্লাশির সময় ওয়েলকাম পরিবহন বাস থেকে ৩৬ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে সন্দেহজনকভাবে তল্লাশি চালিয়ে বাসের ভেতর থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ গাঁজা। পরে ঘটনাস্থল থেকেই অভিযুক্তকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মোঃ কাওছার শেখ(২৮)।তার পিতা ফজলুর শেখ। তিনি পিরোজপুর জেলার সদর থানার বাসবাড়িয়া গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
