গোপালগঞ্জের সাতপাড়ে অনুষ্ঠিতে একাংশের মতুঁয়া মহাসম্মেলনে মতুঁয়া নেতারা জাতীয়তাবাদী দলের প্রার্থীকে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
আজ শনিবার বিকেলে সদর উপজেলার সাতপাড় স্কুল মাঠে আয়োজিত এ মতুঁয়া মহাসম্মেলনে বিভিন্ন এলাকা থেকে মতুঁয়া সম্প্রদায়ের লোকজন ঢাক-ঢোল, কাসর বাজিয়ে সমাবেশ স্থলে এসে হাজির হন।
হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের সভাপতি মতুঁয়াচার্য পদ্মনাভ ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মহাসম্মেলন মতুয়াচার্য সম্পদ ঠাকুর, আন্তার্জাতিক বিষয়ক সম্পাদক বিদুর কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ-২ আসনের বিএনপি দলীয় প্রার্থী ডাঃ কে এম বাবর বক্তব্য রাখেন।
বক্তারা আরো বলেন, বিগত দিনে এ অঞ্চলের ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি। আগামীতে সবাই কেন্দ্রে গিয়ে বিএনপির দলীয় প্রার্থীকে ভোট দেবেন।আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে মতুঁয়া সম্প্রদায়ের লোকজন ভালো থাকবেন।
