১৩ ফেব্রুয়ারী বিশ্ব বেতার দিবস-২০২২ উপলক্ষে বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ(এফএম ৯২.০ মেগাহার্জ) কেন্দ্রে তিন দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করবে।
এবারের বিশ্ব বেতার দিবসের প্রতিপাদ্য “সবাই মিলে বেতার শুনি, বেতারেই আস্থা রাখি’’
১৩ ফেব্রুয়ারী ২০২২ বিশ্ব বেতার দিবসে বিশেষ অনুষ্ঠানঃ
সকাল ০৯.১০ মি. প্রচারিত হবে – “বাংলাদেশ বেতারের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে গ্রন্থিত অনুষ্ঠান -“ইথারে ঐতিহ্য ধ্বনি।”
বিশ্ববেতার দিবস-২০২২ উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান- “বেতার সবার জন্য সবখানে।”শুনতে পাবেন সকাল ০৯.৩০ মিনিটে।
বিশ্ববেতার দিবস-২০২২ উপলক্ষে ১৪ ফেব্রুয়ারী সকাল ০৯.১০ মিনিটে প্রচারিত হবে – পুরানো দিনের জনপ্রিয় গান নিয়ে বিশেষ অনুষ্ঠান- “হৃদয় ছোঁয়াসুর”
সবকার কর্তৃক বাস্তবায়িত উন্নয়ন মূলক ও সেবা মূলক বিষয়ের উপর উদ্বুদ্ধ করণ নাটিকা- “আলোকিতবাংলাদেশ।”শুনতে পাবেন- সকাল ০৯.৪৫ মিনিটে।
স্থানীয় সেলিব্রেটি, জনপ্রিয় শিল্পী, বেতার ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব ও অন্যান্যদের অংশগ্রহনে স্মৃতি চারন মূলক বিশেষ আলোচনা অনুষ্ঠান-“গৌরবময় বেতার।”প্রচারিত হবে – সকাল ১০.৩৫ মিনিটে ।
বিশ্ববেতার দিবস-২০২২ উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি সকাল ০৯.১০ মি. প্রচার করা হবে –লোকগানের বিশেষ অনুষ্ঠান- প্রাণের গীত।
সরকার কর্তৃক বাস্তবায়িত উন্নয়ন মূলক ও সেবা মূলক বিষয়ের উপর উদ্বুদ্ধকরণ নাটিকা- “কমিউনিটি ক্লিনিকঃ দোড় গোড়ায় স্বাস্থ্য সেবা শুনতে পাবেন- সকাল ০৯.৪৫ মিনিটে।
সকাল ১০.৩৫ মিনিটে প্রচারিত হবে স্থানীয় সেলিব্রেটি, জনপ্রিয় শিল্পী, বেতার ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব ও অন্যান্যদের অংশ গ্রহনে স্মৃতিচারনমূলক বিশেষ আলোচনা অনুষ্ঠান – “তথ্য ও বিনোদনে বেতার”।
১১তম বিশ্ব বেতার দিবস সফল হোক। সবাই মিলে বেতার শুনি, বেতারেই আস্থা রাখি।
বেতার সবার জন্য, সব সময় সব খানে। (প্রেস বিজ্ঞপ্তি)