স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের সদস্যরা কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার দুস্থঃ ও অসহায় দরিদ্র দুই হাজার লোকের মাঝে সাহায্য সহযোগিতা প্রদান করেছেন। সাহায্য সহযেগিতার মধ্যে রয়েছে এক হাজার কম্বল ও এক হাজার প্যাকেট খাদ্য সামগ্রী। খাবার প্যাকেটে ছিল চাল, আটা, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি।
গত ১৩ ফেব্রুয়ারী থেকে ১৬ ফেব্রুয়ারী এই চার দিনে সেনা সদস্যরা এসব মালামাল দরিদ্র মানুষের মধ্যে বিতরন করেন।এ সময় যশোর ৫৫পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন শাহাদাৎ হোসেন সৌরভসহ সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।তিনি বলেন, জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ নূরুল আনোয়ার-এর দিক নির্দেশনায় এই ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।