স্টাফ রিপোর্টার।।
কাশিয়ানীতে করোনা মোকাবেলায় স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এবং জাইকার অর্থায়নে ইউনিয়ন স্বাস্থ্যকর্মী ও সচেতন নাগরিকদের করোনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৭ ফেব্রুয়ারি) উপজেলা অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুব্রত ঠাকুর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বক্তব্যা রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্তা, কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত¡াবধায়ক মো. মাহফুজুর রহমান বুলু, কাশিয়ানী সদর ইউ.পি চেয়ারম্যান মোহাম্মাদ আলী খোকন, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক মিরাজসহ বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্যকর্মীগন।
কাশিয়ানীতে করোনা বিষয়ক কর্মশালা

- Advertisement -
- Advertisement -