টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার আগুনে পুড়ে ছাই হলো এনায়েত শিকদারের উপার্জনের একমাত্র অবলম্বন। দোকান পুড়ে যাওয়ায় ৩ লক্ষ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। পরিবারের সদস্যদের নিয়ে একটু ভালো থাকার আশায় দুইটি এনজিও থেকে লাখ টাকার বেশি ঋণ নিয়ে দোকান শুরু করেছিলেন এনায়েত। কিন্তু আগুনে তার উপার্জনের একমাত্র অবলম্বন দোকান হারিয়ে দিশেহারা সে।
শুক্রবার রাত ২ টার দিকে উপজেলার চর গোপালপুর গ্রামে অগ্নিকান্ডে তার দোকান পুড়ে ছাই হয়ে। পরে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ক্ষতিগ্রস্ত এনায়েত সিকদার জানান, ছোট ভাই বাঁশের ব্যবসা করতো। কিন্তু তাতে অনেক টাকার ক্ষতি হওয়ায় দুই ভাই মিলে এই মুদি দোকানটি চালাতাম। আমরা দুই ভাই সহ পরিবারের মোট ছয় সদস্যর খরচ এই দোকান থেকেই চলতো। আরো একটু ভালো থাকার আশায় ব্রাক ও আশা এনজিও থেকে লক্ষাধিক টাকার বেশি ঋণ নিয়ে অনেক মুদি মাল উঠিয়েছিলাম। কিন্তু সর্বনাশা আগুনে টিভি,ফ্রিজ সহ আমাদের বাঁচার একমাত্র অবলম্বন দোকানটি পুরে ছাই হয়ে গেছে। এখন আমরা কি করবো ও কিভাবে ঋণ শোধ করবো তাই জানিনা।
কোটালীপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নজরুল ইসলাম বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রায় এক ঘন্টা চেষ্টা করে কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি।