29.6 C
Gopālganj
শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫

গোপালগঞ্জ সদর পৌর নির্বাচনে অপপ্রচার ও সুষ্ঠু পরিবেশ নিয়ে মেয়র প্রার্থী লেকু কাজীর সংবাদ সম্মেলন

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে অপপ্রচার ও ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে মেয়র প্রার্থী ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকুর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

তিনি আজ সোমবার দুপুরে জান মোহাম্মদ প্লাজায় ব্যক্তিগত অফিসে এ সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থী কাজী লিয়াকত আলী লেকু বলেন, গত নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে আমি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হই। আপনারা জানেন, গোপালগঞ্জ পৌরসভা অবহেলিত ছিলো। আমি মেয়র হওয়ার পর একটি আধুনিক শহর গড়ার লক্ষ্যে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। বিরোধী চক্ররা দীর্ঘদিন গোপালগঞ্জ পৌরসভার কোন উন্নয়ন করতে দেয়নি।তিনি তার সময়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ফিরিস্তি তুলে ধরে তিনি অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য তাকে ভোট দেয়ার আহবান জানান।

তিনি আরো বলেন, গোপালগঞ্জের ৯৯ ভাগ মানুষ আওয়ামী লীগ করেন। যারা মেয়র পদে প্রার্থী হয়েছেন তারাও আওয়ামী লীগ করেন। তাই স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়ন বোর্ড গোপালগঞ্জ পৌরসভার নির্বাচনে নৌকা না দিয়ে উন্মুক্ত করেছেন। যোগ্যতা অনুযায়ী যিনি জনগনের ভোটে নির্বাচিত হবেন, তিনি মেয়র হিসেবে পৌরবাসীর সেবা করবেন।

তিনি আরো বলেন, গোপালগঞ্জে যে নির্বাচন হচ্ছে এটা কোন জাতীয় নির্বাচন না, এটা স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচন সরকার নিরপেক্ষ দৃষ্টিতে দেখবে। আমরা যারা প্রার্থী হয়েছি তারা সবাই সেই আশাবাদ ব্যক্ত করছি। গোপালগঞ্জের নির্বাচন বাংলাদেশের একটি মডেল হিসেবে বিবেচিত হবে।আপনারা জানেন জাতীয় নির্বাচন কমিশনের এটি প্রথম নির্বাচন। গোপালগঞ্জ পৌরসভার প্রতিটি মানুষ ভোট দেয়ার জন্য অধীর আগ্রহ করে বসে আছে। সেই ভোটটা যাতে তারা সঠিকভাবে প্রয়োগ করতে পারে এ জন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা চান।

মেয়র প্রার্থী বলেন, ইতিমধ্যে অনেকে অনেক ধরনের কথা বলছেন।তাতে ভোটারা কিন্তু দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছেন। আমরা আশা করি আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন যার ভোট সে দেবে, যার  যোগ্যতা ও জনসম্পৃক্ততা বেশি তিনি মেয়র নির্বাচিত হবেন।

এক প্রশ্নের জবাবে মেয়র প্রার্থী কাজী লিয়াকত আলী বলেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান একজন মেয়র প্রার্থীর পক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা বলে যে প্রচার প্রচারণা চালাচ্ছেন এটা তার ব্যক্তিগত কথা। আমি মনে করি এটার মাধ্যমে তিনি নেত্রীকে ছোট করছেন। কারণ নেত্রী এই নির্বাচন উন্মুক্ত করে দিয়েছেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক খন্দোকার এহিয়া খালেদ সাদী, জেলা আওয়ামী লীগ ও ব্যবসায়ী নেতা কাজী জিন্নাত আলী, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রফিবুল ইসলাম মিটু, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামী ১৫ জুন গোপালগঞ্জ সদর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মেয়র পদে ১০ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। এর মধ্যে ৯ জনই আওয়ামী লীগের রাজনীতি করেন। অপরজন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী। 

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »