37.4 C
Gopālganj
শনিবার, জুন ২৮, ২০২৫

১৩ থেকে ১৫ আগস্ট টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সে দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধ থাকবে

Visitor access to the Father of the Nation's Mausoleum complex at Tungipara will be closed from August 13 to 15.

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে আগামী ১৩ থেকে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।১৬ আগস্ট থেকে পূর্বের নিয়মে আবার দর্শনার্থীরা জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সে প্রবেশ করতে পারবেন বলে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে।গত ২ আগস্ট জাতীয় শোক দিবসের প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা তথ্য অফিসার মোঃ মঈনুল ইসলাম আজ বৃহস্পতিবার দুপুরে জানিয়েছেন, ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসবেন। এই কারনে গত ২ আগস্ট প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

এ ব্যাপারে জেলা প্রশাসক শাহিদা সুলতানা সংবাদ কর্মিদেরকে জানিয়েছেন, আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের রাষ্টীয় কর্মসূচিতে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন। এদিন মন্ত্রী, এমপিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গও টুঙ্গিপাড়ায় জাতির পিতার প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণসহ বিভিন্ন কর্মসূচীতে অংশ নেবেন।

জেলা প্রশাসক আরো বলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে ও শোক দিবসের প্রস্তুতির জন্য ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে দর্শনার্থীদের প্রবেশাধিকার সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে ১৬ আগস্ট থেকে পূর্বের নিয়মে দর্শনার্থীরা বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে প্রবেশ করতে পারবেন। দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধকালিন সময় দেশের বিভিন্ন স্থান থেকে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে না আসার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »