স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত শিক্ষক বসুদেব শীলের নামে মামলা হয়েছে। গতকাল রোববার রাতে ওই ছাত্রীর পিতা বাদী হয়ে কোটালীপাড়ায় থানায় মামলা করেন। এ ঘটনার পর থেকে ওই শিক্ষক পলাতক রয়েছেন।
রোববার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে কোটালীপাড়া উপজেলার বান্দল গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক বসুদেব শীল কোটালীপাড়া পাবলিক ইনষ্টিটিউশনের গণিত বিভাগের শিক্ষক ও বান্দল গ্রামের যতীন শীলের ছেলে।
স্থানীয় সূত্রে জানাগেছে, কোটালীপাড়া পাবলিক ইনষ্টিটিউশনের ৬ষ্ঠ শ্রেণির কয়েকজন ছাত্রীকে শিক্ষক বসুদেব শীল তার বাড়িতে বসে প্রাইভেট পড়ান। রোববার(১৩ ফেব্রুয়ারী)দুপুরে প্রাইভেট পড়ানো শেষে সব ছাত্রীকে ছুটি দিয়ে ওই ছাত্রীকে বাসায় রেখে শিক্ষক ধর্ষণের চেষ্টা করে।
ওই ছাত্রী বাসায় গিয়ে বিষয়টি তার মাকে বলে। পরে ওই ছাত্রীর মা এলাকার নারীদেরকে সাথে নিয়ে বাসায় গিয়ে ওই শিক্ষককে জুতা-পেটা করেন। শিক্ষককে জুতা-পেটার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।
কোটালীপাড়া পাবলিক ইনষ্টিটিউশনের সাবেক সভাপতি ও পৌর মেয়র কামাল হোসেন শেখ বলেন, অভিযুক্ত ওই শিক্ষক চারিত্রিকভাবে খারাপ। সে যে কাজটি করেছে তা খুবই ন্যাক্কারজনক। তার শাস্তি হওয়া দরকার।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ জিল্লুর রহমান জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।