14.4 C
Gopālganj
রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬

গোপালগঞ্জে বিএনপি প্রার্থীর সমর্কদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৪ সমর্থক আহত

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জ-০২ আসনে নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করে জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার সময় লিফলেট বিতরণকে কেন্দ্র করে বিএনপি প্রার্থী ডাঃ কে এম বাবরের সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার ৪ সমর্থক আহত হয়েছে।

আজ শনিবার(১৭ জানুয়ারী)দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে এ ঘটনা ঘটে।

বৌলতলী ফাঁড়ির পরিদর্শক মোল্লা আফজাল হোসেন জানান, শনিবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া লুটুলের সমর্থনে মিনারুল শিকদারসহ ১০ জন কর্মী মাহিন্দ্রা যোগে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ করতে রাউতখামার গ্রামে প্রবেশ করে।এদের মধ্যে ৪ জন কর্মী রাস্তায় চলাচলরতঃ জনসাধারণের মাঝে তাদের লিফলেট বিতরণ করতে থাকে।এসময় বিএনপি প্রার্থী ডাঃ কে এম বাবরের  কর্মী অন্তর মোল্লার নেতৃত্বে ১০/১৫ জন লোক লাঠিসোঁটা নিয়ে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভুইয়ার প্রচারণায় বাঁধা দেয়।কথা কাটাকাটির এর পয্যায়ে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভুইয়ার সমর্থকদের উপর হামলা চালিয়ে মারধর করে।

এসময় কামরুজ্জামানের কর্মীরা উলপুর বাজারের কালাম কাজীর দোকানে আশ্রয় নিলে সেখানেও ঢুকে আবারও মারধর করে ও তাদের সাথে থাকা একটি মোবাইল ফোন এবং ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঘটনার খবর পেয়ে সেনা সদস্যরাও সেখানে গিয়ে হাজির হয়।

তিনি আরো বলেন,এ ঘটনায় এখন পযর্ন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান মুঠোফোনে বলেন, এটা নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন। বিষয়টি খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »