স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জে ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এক আলোচনা সভা আজ মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ইকবাল হোসেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান, জেলা মার্কেটিং অফিসার আরিফ হোসেন, ক্যাবের সাধারন সম্পাদক মাজহারুল হক বাবলু, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, বাজার সমিতির সভাপতি শেখ দাউদ আলি প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা ভোক্তাদের অধিকার সংরক্ষনে নানা পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের প্রচারণায় এক বর্ণাঢ্য ট্রাক শো অনুষ্ঠিত হয়।