গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তাকে বহিস্কার করা হয়েছে।এর মধ্যে তিন কর্মকর্তাকে স্থায়ী ও ৩ কর্মকর্তাকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোঃ এনামুজ্জামান ওই ৬ জনের বহিস্কার আদেশে স্বাক্ষর করেছেন।আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।
স্থায়ী বহিস্কৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্টার(স্টোর)মোহাম্মদ সাইফুল্লাহ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলাম ও সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ অভিষেক বিশ্বাস।
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্টার ফারজানা ইসলাম, নজরুল ইসলাম ও উপ-পরিচালক(পউও) তুহীন মাহমুদকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
রেজিস্টারের চিঠিতে বলা হয়েছে, ২০১৮ এর ২ (চ) ধারা মোতাবেক ওইসব কর্মকর্তারা পলাতক থাকায় এবং একই আইনের ৪ এর উপধারা ৫(ঘ) ধারা অনুযায়ী তাদেরকে চাকরী হতে বহিস্কার করা হয়েছে।
