12.9 C
Gopālganj
বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

টুঙ্গিপাড়া পঞ্চমবার জেলা ও নবমবার উপজেলা শ্রেষ্ঠ বাঘিয়ার ঘাট স্কুল অ্যান্ড কলেজ

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি ।।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ জেলা পর্যায়ে আবারও শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে টুঙ্গিপাড়ার বাঘিয়ার ঘাট স্কুল অ্যান্ড কলেজ (খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ)। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি পঞ্চমবারের মতো জেলা এবং টানা নবমবার টুঙ্গিপাড়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের গৌরব অর্জন করল।

একই সঙ্গে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও প্রধান শিক্ষক মো. আকরামুজ্জামান স্কুল পর্যায়ে জেলা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। শিক্ষা বিস্তার ও শিক্ষাঙ্গনে উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি জেলা পর্যায়ে পাঁচবার এবং উপজেলা পর্যায়ে নয়বার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি লাভ করেছেন।

টুঙ্গিপাড়া উপজেলা সদরের প্রাণকেন্দ্র পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত বাঘিয়ার ঘাট স্কুল অ্যান্ড কলেজটি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি এলাকায় মানসম্মত শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এখানে শিক্ষাবান্ধব পরিবেশের পাশাপাশি আধুনিক কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার, মাল্টিমিডিয়া ক্লাসরুমসহ প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা রয়েছে। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে নিয়মিত সাংস্কৃতিক, ক্রীড়া ও বিতর্ক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রতিবছর এ প্রতিষ্ঠান থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে। ফলাফলের দিক থেকেও প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে জেলা পর্যায়ে ধারাবাহিকভাবে সুনাম ধরে রেখেছে।
গোপালগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার রুহুল আমিন জানান, চলতি বছরের জাতীয় শিক্ষা সপ্তাহে ধারাবাহিক ভালো ফলাফল, সুশৃঙ্খল পাঠদান ও শিক্ষাঙ্গনে ইতিবাচক ভূমিকার কারণে বাঘিয়ার ঘাট স্কুল অ্যান্ড কলেজকে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মো. আকরামুজ্জামানকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত করা হয়েছে।

তিনি আরও জানান, শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত মোট ১৬টি ইভেন্টের মধ্যে প্রতিষ্ঠানটি এককভাবে ৯টি এবং দলীয়ভাবে ৪টি, মোট ১৩টি বিষয়ে প্রথম স্থান অর্জন করেছে, যা একক কোনো প্রতিষ্ঠানের জন্য জেলা পর্যায়ে সর্বোচ্চ সাফল্য।

এ বিষয়ে অধ্যক্ষ ও প্রধান শিক্ষক মো. আকরামুজ্জামান বলেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি একজন রুচিশীল ও দায়িত্বশীল মানুষ। তাঁর দেশপ্রেম ও অঙ্গীকারে ধাপে ধাপে এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য সম্ভব হয়েছে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধান ও শ্রেষ্ঠত্বের স্বীকৃতি আমাদের কাজের আগ্রহ আরও বাড়ায়। এই অর্জন শিক্ষক ও শিক্ষার্থীদের ভবিষ্যতে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে আরও ভালো ফল করার অনুপ্রেরণা জোগাবে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম বলেন, বাঘিয়ার ঘাট স্কুল অ্যান্ড কলেজ শিক্ষা, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »