স্টাফ রিপোর্টার।।
বেসরকারী শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধিত সনদধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগসহ ৬দফা দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন করেছে নিয়োগ বঞ্চিত শিক্ষকরা।
প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন, গোপালগঞ্জ জেলা শাখা এ কর্মসূচী পালন করে।
আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারী)সকাল ১০টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর হাতে হাত ধরে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে নিয়োগ বঞ্চিত শিক্ষকরা। এ কর্মসূচীতে ৫ উপজেলার শিক্ষকরা অংশ নেন।
মানববন্ধন চলাকালে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রিতীশ চন্দ্র বালা, প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন, গোপালগঞ্জ জেলা শাখার আহবায়ক লালন কুমার দাস, যুগ্ম আহবায়ক বিন্দুদাস পান্ডে, জন শিপন বাড়ৈ, ববিতা বাইন, তপতি সরকার ও রিপা খানম বক্তব্য রাখেন।
এসময় বক্তরা বলেন, নিবন্ধন ধারীদের সনদের মেয়াদ আজীবন হলেও এনটিআরসিএ’র নিয়োগ বাণিজ্যে বিপুল অর্থ হাতিয়ে নেয়া হচ্ছে। ফলে কৃত্রিম শিক্ষক সংকট তৈরী করা হচ্ছে। যার কারনে এসব শিক্ষকরা নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছে। একটি নিয়োগের মাধ্যমে প্যানেল ভিত্তিক নিয়োগের ব্যবস্থা গ্রহনের দাবী জানান তারা।
মানববন্ধনে যে ৬ দফা দাবীগুলো তুলো ধরা হয় তা হলো- সনদ যার চাকরী তার, প্যানেল ভিত্তিক নিয়োগ, এক আবেদন চাকরী, ইনডেক্সধারী মুক্ত শুধু বেকার শিক্ষক নিবন্ধন ধারীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি, গণ-বিজ্ঞপ্তির নামে বদলি বিজ্ঞপ্তি বন্ধ ও নিবন্ধন ধারীদের চাকরী না দেয়া পযর্ন্ত নতুন নিবন্ধন পরীক্ষা বন্ধ করতে হবে।