স্টাফরিপোর্টার।।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ইতালী আওয়ামী লীগের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে ইতালী আওয়ামী লীগের সভাপতি মো: মাহাতাব হোসেন ও সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেনের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
পরে ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী ৩০ লাখ শহীদ, জাতীয় ৪নেতা ও ১৯৭৫ এর ১৫আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়।
এসময় সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মো: আবু সাঈদ খান, ছাত্রলীগ নেতা মুন্নাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।