গোপালগঞ্জ-০২ (গোপালগঞ্জ-কাশিয়ানির একাংশ) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিগত তিন বারের প্রার্থী এম সিরাজুল ইসলাম সিরাজের মনোনয়ন পত্র আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শুনানি শেষে বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।
এ বিষয়ে, গত ৩ জানুয়ারি গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান সিরাজুল ইসলাম সিরাজের মনোনয়ন পত্র বাতিল করেছিলেন। তার পক্ষে ওয়ান পার্সেন্ট ভোটারের সমর্থন সূচক স্বাক্ষর জটিলতার কারণে এটি বাতিল করা হয়েছিল। তবে, বিদ্রোহী প্রার্থী এম সিরাজুল ইসলাম সিরাজ এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। কমিশন তার আপিল গ্রহণ করে এবং শুনানি শেষে তার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন বলে প্রার্থী তার প্রার্থীতা বৈধতার কথা নিশ্চিত করেছেন।
সিরাজুল ইসলাম সিরাজ এই ব্যাপারে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, নির্বাচন কমিশন আমাকে বৈধ ঘোষণা করেছেন, যা আমাকে আরও উজ্জিবিত করেছে। জেলা রির্টাণিং কর্মকর্তা যে কারন দেখিয়ে আমাকে বাতিল করেছিলেন তা নির্বাচন কমিশন বৈধ্যতা দিয়েছে। আমি জনগণের কাছে বিশ্বাসী এবং গ্রহণযোগ্য। আশাকরি আমি স্বতন্দ্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করব।
