স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জর মুকসুদপুরে সোনালী ব্যাংকের মুকসুদপুর কলেজ উপশাখা-র উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সোনীলী ব্যাংকের দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়।
সোনালী ব্যাংক, প্রধান শাখার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ মাহবুবর রহমান এই উপ শাখার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসাবে মুকসুদপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম কওসার আলী, ফরিদপুরের সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার খোকন চন্দ্র বিশ্বাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক, গোপালগঞ্জ পিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার(ইনচার্জ)এস এম ওবায়দুর রহমান।
অনুষ্ঠানে ফরিদপুরের ডিজিএম বেলাল আহমেদসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।