26.8 C
Gopālganj
শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫

হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদন্ড

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের মুকসুদপুরে কৃষক ভোলানাথ দাস হত্যাকান্ডের ঘটনায় গণপতি মন্ডল নামে এক আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। এছাড়া মামলার অপর ১৪ আসামীকে খালাস দেয়া হয়েছে।

 

আজ বুধবার দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ মো: অব্বাস উদ্দীন এ রায় দেন।

 

মামলার বিবরনে জানাগেছে, ২০১১ সালের ১৫ জুন মুকসুদপুর উপজেলার মহাটালী গ্রামের ভোলানাথ দাসকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে গণপতি মন্ডল ও তার ২৫ জন সহযোগী।

 

পরে মারাত্মক আহতাবস্থায় তাকে প্রথমে মুকসুদপুর হাসপাতালে ও পরে অবস্থার অবনিত হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিসাধীন অবস্থায় ১৭ জুন তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে ঝড়ু দাস একটি মামলা দায়ের করলে দীর্ঘ শুনানীর পর বিজ্ঞ আদালত গণপতি মন্ডলকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং মামলার অপর ১৪ আসামীকে খালাস দেন।

 

রায় ঘোষনার সময় সকল আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। মামলায় বাদী পক্ষের এপিপি অ্যাডভোকেট মো: শহীদুজ্জামান খান ও অ্যাডভোকেট ফজলুল হক খান এবং আসামী পক্ষে অ্যাডভোকেট কাজী মেজবাহ উদ্দিন মামলাটি পরিচালনা করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »