30.9 C
Gopālganj
শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫

 আওয়ামী লীগ নেতা ও ইউ.পি চেয়ারম্যান সড়ক দুর্ঘটনায় নিহত

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাটিকামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আকরাম হোসেন জাফর (৭৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

 

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

তার পরিবারের লোকজন ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, মুকসুদপুর উপজেলা সদরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে বেলা দেড়টার দিকে মোটর সাইকেলের পিছনে বসে মুকসুদপুর থেকে নিজবাড়ি বাটিকামারীতে যাওয়ার পথে তিনি দূর্ঘটানায় পড়েন।

 

মুকসুদপুর-বরইতলা সড়কের বনগ্রাম মুন্সীবাড়ি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিন চালিত ভ্যানগাড়ির সাথে মোখোমুখি সংঘর্ষ হলে তিনি মারাত্মক আহত হন।তাকে বহনকারী মটরসাইকেলের চালক সামান্য আহত হয়েছে বলে জানাগেছে।

 

পরিবারের লোকজন তাকে সাথে সাথে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।তার মাথায় আঘাত থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ডাঃ রায়হান ইসলাম শোভন তাকে ঢাকায় রেফার্ড করেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিকেল ৫টার দিকে তিনি মারা যান।

 

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন জানান, সড়ক দুর্ঘটনায় আহত ইউ.পি চেয়ারম্যান জাফর ফকিরকে মুকসুদপুর হাসপাতালে আনলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। প্রাথমিকভাবে দেখাযায় তার মাথায় আঘাত ছিল, নাক দিয়ে রক্ত পড়ছিলো, সিটি স্ক্যান করা জরুরী প্রয়োজন ছিল।পরে তার অবস্থার অবনতি হলে তাকে অক্সিজেন দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

 

এ ঘটনায় মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ নেতা কর্মী ও বাটিকামারী ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

 

তাঁর মৃত্যুতে গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য লেঃ কর্নেল(অবঃ) মুহাম্মদ ফারুক খান গভীর শোক ও শোকসন্তোপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া তার মৃত্যুতে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আতিকুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »