গোপালগঞ্জে আলোচনা সভার মধ্য দিয়ে সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এ সম্মেলনের আয়োজন করে।
আজ রবিবার দুপুরে জেলা প্রশাসকের কায্যালয়ে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে জেলার মুসলিম, হিন্দু ও খ্রীষ্টান সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, গোপালগঞ্জ জেলা ধর্মীয় সম্প্রতির এক উজ্জ্বল উদাহরণ। এ জেলার মানুষ সহ অবস্থানে থেকে নিজ নিজ ধর্ম পালন করে থাকেন। আগামীতে হিন্দু সম্প্রদায়ের সবচেয় বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। এ পূজা নির্বিঘ্নে শেষ করতে সকলের সহযোগীতা কামনা করেন।