গোপালগঞ্জের বর্ষীয়ান সাংবাদিক এনটিভি ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মাহবুব হোসেন সারমাতের দাফন সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (১১ অক্টোবর) বাদ জোহর গোপালগঞ্জ আলিয়া মাদ্রাসায় জানাজা নামাজ শেষে গোপালগঞ্জ শহরের গেটপাড়ার পৌর কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। মরহুমের জানাযা ও দাফনে মানুষের ঢল নামে। উপস্থিত ছিলেন বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
গতকাল শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৫টা ৫৫ মিনিটে গোপালগঞ্জ শহরের থানাপাড়ার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন।

মুত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, ৫ ভাই, ৪ বোনসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। মাহবুব হোসেন সারমাতরা ছিলেন ১০ ভাই বোন। ৬ ভাইয়ের মধ্যে সে ছিল দ্বিতীয়। তাঁর পিতা এসকেন্দার আলী সরদার গোপালগঞ্জ জজ কোর্টের আইনজীবী ছিলেন।
তার কবরে গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন ও গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষে শ্রদ্ধা জানানো হয়। তিনি গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
সাংবাদিক মাহবুব হোসেন সারমাত ৩ দশকের অধিক সময় ধরে গোপালগঞ্জে সাংবাদিকতা করছেন। দৈনিক দিনকাল পত্রিকার মধ্য দিয়ে তার সাংবাদিকতা শুরু করেন। এরপর আমার দেশ ও এনটিভিতে দীর্ঘ বছর ধরে তিনি সাংবাদিকতা করেছেন। সাংবাদিকতায় গোপালগঞ্জ জেলা জুড়ে সাংবাদিক সারমাতের একটা সুনাম রয়েছে।

