গোপালগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আল আমিন শেখ(৩০)নামে এক কৃষক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর অভিযোগ উঠেছে।সে টুঙ্গিপাড়া উপজেলার মধুখালী গ্রামের আকবর শেখের ছেলে।
বৃহস্পতিবার(২৫ ডিসেম্বর)রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা সিটি কেয়ার জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।এরআগে গত ২৪ ডিসেম্বর(বুধবার) জমি-জমা নিয়ে বিরোধের জেরে ফুফাতো ভাই আব্বাস ও ফাইজুল শেখ ও তাদের লোকদের হামলার ঘটনায় আল আমিন সহ তার পরিবারের ৫জন আহত হয়। মাতুল সম্পত্তি নিয়ে দীর্ঘদিন তাদের সাথে দ্বন্দ্ব চলে আসছিল বলে জানাগেছে।

মারাত্মক আহত অবস্থায় তাকে প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা সিটি কেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইন চার্জ(ওসি)মোঃ আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত থানায় অভিযোগ আসেনি।অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
