গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। জেলা পরিষদের সহযোগিতায় জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
আজ শনিবার (০৬ সেপ্টেম্বর) সকাল ১০.৩০টায় জেলা শিল্পকলা একাডেমির হল রুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আফতাব উদ্দিন , জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কর, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. জ্যোৎস্না খাতুন বক্তব্য রাখেন।
এ অনুষ্ঠানে উপজেলা জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও কাশিয়ানি উপজেলার ৪৩৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে ১ম স্থান অধিকারী ৪৩৭জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।