গোপালগঞ্জ সদর উপজেলার রঘনাথপুরে গত ৭ ও ৮ই আগস্ট আগাপে ফ্রি ক্লিনিকে নাক কান গলার রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আগাপে চার্চের অনুরোধে ব্যাপ্টিস্ট মিড মিশন নাটোর হাসপাতালের চিকিৎসক মাসাসী তমিওকা এই দুই দিনে ২০৮ জন রোগীকে ফ্রি নাক কান গলার চিকিৎসা প্রদান করেন। এ সময় বিনামূল্যে ঔষধও বিতরণ করা হয়।
এছাড়া যেসব রোগীর অপারেশনের প্রয়োজন আছে তাদেরকে তিনি নাটোর ব্যাপ্টিস্ট মিড মিশন হাসপাতালে রেফার করেন। সেখানে তিনি বিনামূল্যে অপারেশন করবেন।

ড. মাসাসী তমিওকা (জাপান)। তিনি দীর্ঘ ৩৫ বছর অতি সুনামের সাথে বাংলাদেশে ব্যাপ্টিস্ট মিড মিশন হাসপাতাল, নাটোরে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। ইতিমধ্যে তিনি বাংলাদেশের প্রায় ৫০ টিরও অধিক স্থানে এধরনের ক্যাম্প পরিচালনা করেছেন।